এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথমপত্র
প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি- মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
- ২০ এপ্রিল ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২২ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথমপত্র বিষয়ের ‘প্রথম অধ্যায় : হিসাববিজ্ঞান পরিচিতি’ থেকে আরো ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৬৪. ICAB-এর পূর্ণ রূপ কী?
(ক) The Institute of Chartered Accountants of Bangladesh.
(খ) The Institute of Cost Accountants of Bangladesh.
(গ) The Institute of Certified Accountants of Bangladesh.
(ঘ) The Information of Chartered Accountants of Bangladesh.
৬৫. Book-keeping বলতে কী বুঝায়?
(ক) তথ্য বিশ্লেষণ
(খ) লেনদেন লিপিবদ্ধকরণ
(গ) হিসাবের বই সংরক্ষণ (ঘ) হিসাবের প্রতিবেদন প্রকাশ
৬৬. ICAB কত সালে প্রতিষ্ঠিত হয়?
(ক) ১৯৭৭ (খ) ১৯৭৪
(গ) ১৯৭২ (ঘ) ১৯৭৫
৬৭. শ্রমিক সংঘ কোন ক্ষেত্রে হিসাব তথ্য ব্যবহার করে?
(ক) নতুন ব্যবসায় পরিচালনায়
(খ) প্রতিষ্ঠানের ওপর কর আরোপে
(গ) বেতন আদায়ের ক্ষেত্রে
(ঘ) সমিতিভুক্ত প্রতিষ্ঠানের চাঁদা আদায়ে
৬৮. সমাজের মানুষের আচার-আচরণ ও ধ্যান-ধারণার সম্মিলনে কিসের সৃষ্টি হয়?
(ক) ব্যক্তিক দায়বদ্ধতার (খ) ধর্মীয় আনুষ্ঠানিকতার
(গ) প্রাতিষ্ঠানিক ক্রিয়াকলাপের (ঘ) সামাজিক মূল্যবোধের
৬৯. হিসাববিজ্ঞানের উৎপত্তি কখন হয়েছে বলে সংশ্লিষ্ট সকলে মনে করেন?
(ক) প্রায় চার হাজার বছর পূর্বে (খ) আদি যুগে
(গ) প্রাক-বিশ্লেষণ পর্বে
(ঘ) শিল্পবিপ্লবের পরের শতকে
উত্তর : ৬৪. ক, ৬৫. গ, ৬৬. ঘ, ৬৭. গ, ৬৮. ঘ, ৬৯. ক।